জামালপুরে বিপুল মাদক ধ্বংস করল বিজিবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/04/photo-1454581561.jpg)
জামালপুরে আজ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করে বিজিবি। ছবি : এনটিভি
জামালপুর সীমান্ত এলাকায় আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে এগুলো ধ্বংস করা হয়।
জামালপুর ৩৫ বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে পাঁচ হাজার ৭৩৬ বোতল বিদেশি মদ, ৯৭৪ বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা।
মাদকদ্রব্য ধ্বংসের সময় বিজিবি ডি-রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ, ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল শাহরিয়ার রশিদ ও জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ তারিক কবীর উপস্থিত ছিলেন।