সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : মেনন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/06/photo-1454770378.jpg)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ধর্মের নামে বিশ্বব্যাপী জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধলেশ্বর গ্রামে স্থানীয় রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন,‘বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে।তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশের প্রতিটি গ্রাম পর্যায়ে ঐক্য গড়ে তুলতে হবে।’
রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশিরুল হক ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আহসান হাবিব, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।
পরে পিএসসি ও জেএসসি পরীক্ষার ৬৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।