পুলিশকে পিটিয়ে ধর্ষণ মামলার আসামি ছিনতাই

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশকে মারধর করে ধর্ষণ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে সাত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার রাজানগর ইউনিয়নের ঘচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন দিরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম আহমদ, রূপকর নাথ ও শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) মো. সাদেক।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম এনটিভি অনলাইনকে জানান, ধর্ষণ মামলার আসামি উপজেলার গচিয়া গ্রামের দিলাল মিয়াকে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় দিলালের আত্মীয়স্বজনরা বাড়িতে ডাকাত পড়েছে বলে চিৎকার করে লোক জড়ো করে লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশকে পিটিয়ে দিলালকে ছিনিয়ে নেয়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন।
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধারের পাশাপাশি সাতজনকে আটক করে। আসামি দিলালকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আটক ব্যক্তিরা হলেন দিলাল মিয়ার চাচা মইন উদ্দিন, চাচি রূপজান বিবি, চাচাতো ভাই শাহ আলম, ভাবি আঙ্গুরা বিবি, হাওয়ারুন বিবি, রিনা বেগম ও হাশেদা বেগম।