মোবাইলে চাঁদাবাজি, স্কুলশিক্ষিকা গ্রেপ্তার

মোবাইলে চাঁদাবাজির অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলায় সরকারি প্রাথমিক স্কুলের এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নওরিন ফেরদৌসকে (২২) আজ মঙ্গলবার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।
ওসি দাবি করেন, উপজেলার চৌগাছা গ্রামের আমির হোসেন জোয়ার্দারের ছেলে ও শহরের কাথুলি মোড় এলাকার ইয়াসিন মেডিসিন কর্নারের মালিক আফতাব হোসেনের কাছ থেকে মোবাইল ফোনে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন শিক্ষিকা নওরিন।
‘এরই মধ্যে নওরিন তাঁর নিজের মোবাইল ফোনের বিকাশ নম্বরের মাধ্যমে ৮৯ হাজার ১৭৪ টাকা নিয়েছেন। এ ছাড়া দুই ভরি স্বর্ণালংকার নিয়েছেন। বাকি টাকা না দিলে আফতাব আলীর শিশুপুত্রকে অপহরণ করে হত্যার হুমকিও দেন শিক্ষিকা’, যোগ করেন ওসি।
আকরাম হোসেন জানান, আফতাব আলী বিষয়টি পুলিশকে জানান। তখন মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নওরিনকে শনাক্ত করে আটক করা হয়।
ওসি আরো জানান, চাঁদাবাজির ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন নওরিন। এ কাজে তাঁর সঙ্গে জড়িতদের তালিকাও দিয়েছেন তিনি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।