নোটবই কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা!

বাবা বেঁচে নেই। দরিদ্র মা কোনোমতে টেনেটুনে সংসার চালান। সেই মায়ের কাছে নোটবই, কলম আর খাতা কেনার আবদার করেছিল ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে।
অর্থাভাবে মেয়ের আবদার মেটাতে পারেননি মা। উল্টো রাগারাগি করেছিলেন। এরপর মিলেছে মেয়ের ঝুলন্ত মৃতদেহ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রামের বাড়ি থেকে স্কুলছাত্রী মৌসুমী আক্তারের (১১) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৌসুমী ওই গ্রামের মৃত ঝুমুর আলীর মেয়ে। মৌসুমীর মা তারা বানু (৩৫) বলেন, ‘আমার মেয়ে মৌসুমী শালতলা দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মৌসুমী যখন খুব ছোট, তখনই ওর বাবা মারা যায়। সেই থেকে আমি কোলের শিশু মৌসুমীকে নিয়ে অভাব-অনটনের সংসারে কোনোভাবে বেঁচে আছি। অতিকষ্টে মেয়েটিকে লেখাপড়া করাচ্ছি।’
তারা বানু বলেন, ‘মঙ্গলবার দিন আমার কাছে নোটবই, কলম ও খাতা কিনতে টাকা চায় মৌসুমী। আমি বলেছিলাম টাকা হলে পরে কিনে দিব। কিন্তু মেয়ে জেদ ধরে বলে, আজকেই কিনে দিতে হবে। এ কারণে আমি মেয়ের সাথে রাগারাগি করেছি। এ সামান্য ঘটনায় আমার মেয়ে তার পড়ার ঘরে গিয়ে নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।’
এ ঘটনায় ডিমলা থানার পুলিশ মঙ্গলবার রাতে স্কুলছাত্রী মৌসুমীর অপমৃত্যুর ঘটনা উল্লেখ করে একটি ইউডি মামলা করেছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ইউডি মামলা রুজু করা হয়েছে।