ইকোনোমিক জোনের জমির ন্যায্যমূল্য চায় কৃষকরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/11/photo-1455191466.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইকোনোমিক জোনের জন্য জমির ন্যায্যমূল্য দাবি করেছে কৃষকরা। পাশাপাশি জমি মালিকদের যথাযথ পুনর্বাসনের দাবিও করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের এক সমাবেশ থেকে এ দাবি উত্থাপন করা হয়।
কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আবু শামার সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি মো. ছফি উল্লাহ মিয়া, ডাক্তার আযহার ভুইয়া, হাজি সানু মিয়া, মোবারক মিয়া, আক্তার হোসেন, কৃষক নুরুল ইসলাম, কুদ্দুস ভুইয়া, আবুল কালাম প্রমুখ বক্তব্য দেন।
এদিকে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ জানান, আশুগঞ্জে ইকোনোমিক জোন প্রতিষ্ঠায় সরকার গত ২০১৩-১৪ অর্থ বছরে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে আশুগঞ্জ উপজেলার তালশহর, সোহাগপুর, কামাউড়া, মৈশাইর ও খড়িয়ালা মৌজায় প্রায় ৩১০ একর জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
ইউএনও বলেন, ‘আশা করছি দ্রুত ইকোনোমিক জোনের জমি অধিগ্রহণের কাজ শুরু করতে পারব। জমি অধিগ্রহণে জমির মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদের ক্ষতিপূরণ ও সরকারি নির্দেশনা মোতাবেক দাম পরিশোধ করা হবে।’