বিশেষ কোনো দল বা মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকবে না : সাইফুল হক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/15/bilpbii_oyyaarkaas_paartti_logo.jpg)
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিশেষ কোনো দল বা মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকবে না। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের সাইফুল হক এ কথা বলেন।
সাইফুল হক বলেন, চরিত্রের দিক থেকে সরকার হচ্ছে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল বা মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়। সুতরাং সরকার নিরপেক্ষ চরিত্র, বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখবে ও রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা একমত হতে পারবো। নির্বাচনসহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে আমরা সিদ্ধান্ত আসতে পারব।
সরকারের তিনটি গুরুত্বপূর্ণ কাজের কথা বৈঠকে জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, এর মধ্যে একটা হচ্ছে গণহত্যার বিচার, দুই হচ্ছে আলাপ-আলোচনা করে সংস্কার সম্পন্ন করা ও এই বছরের মধ্যে জাতীয় ত্রয়োদশ নির্বাচন সম্পন্ন করা। কারণ ১৬ বছর ধরে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করেছে। অনেকেই সংস্কার ও বিচারের বিপরীতে নির্বাচনকে দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা সবাই বিচার ও সংস্কার চাই। সুতরাং বিচার ও সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি সেটা করতে পারলেই গণতন্ত্র উত্তরণের দিকে আমরা হাঁটতে পারব।