পার্ক থেকে মুছে ফেলা হলো জিন্নাহর নাম

কিছু মুক্তিযোদ্ধা রাজশাহীর পৌর পার্কে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর নামানুসারে থাকা ‘জিন্নাহ মিউনিসিপ্যাল পার্ক’-এর নামফলকটি ভেঙে দিয়েছেন।
গতকাল রোববার মুক্তিযোদ্ধারা সিপাহীপাড়া এলাকায় থাকা এই নামফলকটি উঠিয়ে ফেলেন। এ সময় তাঁরা ঘোষণা দেন, অদূর ভবিষ্যতে সেখানে মুক্তিযোদ্ধার নামে আরেকটি নামফলক নির্মাণ করা হবে।
এ সময় মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন ও ডেপুটি কমান্ডার রবিউল আলম, কেন্দ্রীয় কমান্ডের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজশাহীর তৎকালীন জেলা প্রশাসক কে এ জামান ১৯৭০ সালের ৫ ডিসেম্বর এই পৌর পার্কের উদ্বোধন করেন।