‘দুদকের মামলায় এ্যানির কেন জামিন নয়’

জ্ঞাত আয়বহির্ভূত মামলায় সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন এনটিভি অনলাইনকে বলেন, ‘দুদকের মামলায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে শুধু রুল জারি করেছেন।’
এক কোটি ১২ লাখ টাকার তথ্য গোপন এবং আয়বহির্ভূত সম্পদের অভিযোগ এনে এ্যানির বিরুদ্ধে ২০১৪ সালের ৯ অক্টোবর রমনা থানায় মামলা করেন দুদক। এ মামলায় গত ২৮ জানুয়ারি জামিন চেয়ে ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করলে শুনানি করে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন বিএনপির এ নেতা। শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।