আসামি পালানোয় লাঞ্ছিত নার্স, তিন পুলিশ প্রত্যাহার

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহভাজন এক আসামি পালিয়ে যাওয়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন এক নার্স।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর পর আজ মঙ্গলবার সকালে হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশন এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেয়।
এরপরই গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ হাসপাতালে এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে নার্সরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন। এ সময় জেলা সার্জন ডা. মো. আলী হায়দার খানসহ নার্স নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জেলা ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুশফিকুর রহমান ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তবে কনস্টেবলদের পরিচয় জানা যায়নি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আবদুস ছালাম জানান, রাতে হাসপাতাল থেকে এক সন্দেহভাজন আসামি পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সদস্যরা নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল ফজলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
আহত আবুল ফজল বলেন, ‘ঘটনার পর আমরা পুলিশের কাছে বিষয়টি জানার চেষ্টা করি। কিন্তু পুলিশ কোনো কিছু না জেনেই আমাকে শারীরিকভাবে নির্যাতন করে।’