শ্রমিকনেতার মৃত্যুতে গোপালগঞ্জে বাস চলাচল বন্ধ

শ্রমিকনেতা সাইদুর রহমান বাসু হত্যাকাণ্ডের ঘটনায় গোপালগঞ্জে বাস চলাচল বন্ধ রেখেছেন বাসমালিকরা।
আজ শুক্রবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটসহ গোপালগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কামিল সরোয়ার জানান, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতির জানাজায় যাওয়ার জন্য বাস মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।
গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ সাইদুর রহমান বাসু প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে গত বুধবার রাতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে ১৭ জনের নামে ও অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেছে।
এদিকে, বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে তাঁরা ইজিবাইক ও থ্রি হুইলারে চলাচল করছেন। আর এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা।