রাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী নগরীর শিরোইল শান্তিনগরে একটি ভাড়া বাসা থেকে আজ শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রীর নাম ফাতেমা। তিনি রাবির অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রথম বর্ষে পড়তেন। তিনি স্বামীর সঙ্গে শিরোইল শান্তিনগরের আবদুস শুকুরের বাসায় ভাড়া থাকতেন।
ফাতেমা মাগুরা জেলার মুন্সিপাড়ার মুন্সি সৈয়দুজ্জামানের মেয়ে। ফাতেমার স্বামী রুবেল হোসেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বাড়ির মালিক আবদুস শুকুর জানান, নিহত ফাতেমা ও তাঁর স্বামী রুবেল চাচাতো ভাইবোন। তিন বছর আগে পরিবারের সম্মতিতে তাঁরা বিয়ে করেন। এর কিছুদিন পর থেকে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। এ নিয়ে অনেকবার মীমাংসা করা হলেও কয়েকদিন যেতে না যেতেই আবারও বিভিন্ন বিষয়ে মতানৈক্য সৃষ্টি হতো তাঁদের মধ্যে।
ফাতেমার স্বামী রুবেল হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফাতেমার সহপাঠীরা জানান, ফাতেমা বেশ শান্তশিষ্ট স্বভাবের মেয়ে ছিলেন। বাড়ির মালিক জানান, আজ শুক্রবার দুপুর থেকে ফাতেমার ঘর বন্ধ থাকায় বিকেলে খোঁজ করতে গেলে ঘরের ফ্যানের সঙ্গে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বলেন, লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির মালিক থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়েছে।
এসআই সেলিম বলেন, ‘যতদূর জানতে পেরেছি স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ফাতেমা আত্মহত্যা করেছেন।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান বলেন, ‘মেয়েটি বিবাহিতা বলে শুনেছি। এ বিষয়ে পুলিশকে বলা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।’