রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত জামালপুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/21/photo-1456051924.jpg)
আগামীকাল সোমবার জামালপুর আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসবে যোগ দিতে রাষ্ট্রপতি সোমবার জামালপুর আসছেন।
কলেজের ৭০ বছর পূর্তি উৎসব ও রাষ্ট্রপতির সফর উপলক্ষে জামালপুর শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ব্যানার, ফেস্টুন আর নানা রঙে পুরো শহরই হয়ে উঠছে উৎসবের শহর। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছেন রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে।
উৎসব কমিটির চেয়ারম্যান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসবে যোগ দেবেন ১৪ হাজার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী।
মির্জা আজম আরো জানান, ২২ ফ্রেব্রুয়ারি মূল অনুষ্ঠান ছাড়াও তিন দিনব্যাপী রয়েছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।