মেহেরপুরে ভারতীয় কাপড়সহ ট্রাক জব্দ, দুজন আটক

মেহেরপুর সদর উপজেলা থেকে ভারতীয় কাপড়সহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়। আজ রোববার সকালে উপজেলার নূরপুর মোড় থেকে ট্রাকটি জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের ট্রাকচালক স্বপন ও চালকের সহকারী একই গ্রামের শরিফুল ইসলাম।
জেলা পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, ভারত থেকে চোরাপথে আসা শাড়ি ও থ্রি পিস নিয়ে একটি মিনিট্রাক আসছে এমন খবরে পিরোজপুর ক্যাম্প ইনচার্জ মুন্সি আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত থেকে নূরপুর মোড়ে অবস্থান নেয়।
সকাল সাড়ে ৮টার দিকে মিনিট্রাকটি জব্দ করা হয়। এ সময় চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। ট্রাক থেকে ৭৮০ পিস ভারতীয় শাড়ি ও থ্রি পিস উদ্ধার করা হয়। এসবের মূল্য আনুমানিক ২০ লাখ টাকা হবে বলে দাবি করেছেন এসপি।
কাপড়ের চালানটি কুষ্টিয়া হয়ে ঢাকায় যাচ্ছিল। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আটক দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।