কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা খুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/24/photo-1456312813.jpg)
লাশ দেখতে জনতার ভির। ছবি : এনটিভি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক শ্রমিক লীগ নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার আলীপুর-চাপলী সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মান্নান গাজী উপজেলার আলীপুর শাখা শ্রমিক লীগের সহসভাপতি। তিনি উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের আবদুল খালেক গাজীর ছেলে।
কলাপাড়া থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মইনুল হক জানান, লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএসপি আরো বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত শেষে জড়িতদের চিহ্নিত করা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।