প্রথম আলোর আলোকচিত্রীর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

চট্টগ্রামে প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও মেডিকেল কলেজ থেকে তাঁদের বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।
আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সমাবেশে তাঁরা এ দাবি জানান। চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরোয়ার, সিইউজের সভাপতি এজাজ ইউসুফী, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, কবি বিশ্বজিৎ চৌধুরী বক্তব্য দেন।
সমাবেশে সাংবাদিকের ওপর হামলাকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়।
গত ১৭ ফেরুয়ারি চট্টগ্রামের প্রবর্তক এলাকায় মেডিকেল ছাত্রলীগের কর্মীরা ফটো সাংবাদিক জুয়েল শীলের ওপর হামলা করেন।