চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে তিনদিনের রিহ্যাব মেলা। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর র্যাডিসন ব্লুতে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, এফবিসিসিআইয়ের সহসভাপতি মাহাবুল আলম চৌধুরী, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন ও ইঞ্জিনিয়ার এস এম আবু সুফিয়ান বক্তব্য দেন।
এর আগে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। রিহ্যাব মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এবারের রিহ্যাব মেলায় ৭২টি স্টল ১১টি বিল্ডিং ম্যাটিরিয়াল প্রতিষ্ঠান ও সাতটি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
তবে মেলায় দর্শকদের জন্য সিঙ্গেল এন্ট্রি ৫০ টাকা, মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা ধার্য করা হয়েছে। এ ছাড়া ২৬ ফ্রেরুয়ারি সকাল ১০টা থেকে শিশু কিশোরদের জন্য শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।