গোপালগঞ্জে বালু তোলা নিয়ে সংঘর্ষ, একজন নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকরিরচর গ্রামে বালু তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কবির সর্দার (৪৫)। তাঁর বাবা প্রয়াত সবর সর্দার।
আহত পাঁচজনের পরিচয় জানা যায়নি। তাঁদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নকরিরচর গ্রামে সর্দার ও মল্লিক বংশের মধ্যে আধিপত্য বিস্তার ও চরের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার এ দুই পক্ষের মধ্যে খুনোখুনি হয়েছে। আজ সকাল ৮টার দিকে একটি জমির বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন সর্দার বংশের কবির সর্দার। পরে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল পৌনে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সংঘর্ষে একজন মারা গেছে।
সাইফুল আরো জানান, তিনি ঘটনাস্থলে গেছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এলাকা বর্তমানে শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।