পায়ুপথ দিয়ে বের হলো ৮ সোনার বার

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর পায়ুপথ থেকে আটটি সোনার বার আটক করেছে কাস্টমস। এ ছাড়া ওই যাত্রীর হেফাজতে থাকা আরো এক কেজি ৩২ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে দুবাই থেকে আসা একটি বিমানের যাত্রীর শরীর তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, দুবাই থেকে আসা বিমানযাত্রী পারভেজকে সন্দেহ হলে তাঁকে তল্লাশি করা হয়। কিন্তু তাঁর শরীর তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি। পরে তাঁকে শৌচাগারে পাঠিয়ে বিশেষ ব্যবস্থায় পায়ুপথ থেকে আটটি সোনার বার বের করা হয়।
উদ্বার করা সোনার মূল্য ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কর্মকর্তা রিয়াজুল কবির। তিনি জানান, একজন বিমানযাত্রী সর্বোচ্চ ৪০০ গ্রাম সোনা বহন করতে পারলেও ওই যাত্রীর হেফাজত থেকে আরো এক কেজি ৩২ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। আটক যাত্রীর বাড়ি হাটহাজারীর ধলই গ্রামে বলে জানিয়েছে পুলিশ।