চট্টগ্রামে রিহ্যাব মেলা শেষ

ছুটির দিনে গতকালও জমজমাট ছিল চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার। আজ রোববার শেষ হয়ে গেছে পাঁচ দিনের এ মেলা। শুক্রবার ও গতকাল শনিবার অন্যান্য দিনের চেয়ে বেশি জমজমাট ছিল আবাসন কোম্পানিগুলোর এ মেলা। আবাসন কোম্পানির সাথে আবাসন প্রত্যাশী লোকজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশে প্রতি বছর এ মেলার আয়োজন করা হয়।
নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এবারের আবাসন মেলায় আড়াইশ কোটি টাকার লক্ষ্য অর্জনে সফল হয়েছেন বলে জানান আবাসন ব্যবসায়ীরা। এ ছাড়া আবাসন শিল্পে বিগত কয়েক বছরের স্থবিরতা কাটিয়ে ব্যবসাটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে উল্লেখ করে মেলায় বেশ সাড়া মিলছে বলেও জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম শাখা নবম বারের মতো আয়োজন করেছে এ মেলার। মেলায় এবারের স্লোগান ছিল ‘গুনগত মানে আস্থা, নিশ্চিত নিরাপত্তা’। মেলায় অংশ নিয়েছে মোট ৭২টি প্রতিষ্ঠান।
মেলায় রিহ্যাব সদস্য ছাড়াও অংশ নিয়েছে বেশ কিছু বিল্ডিং ম্যাটেরিয়াল ও আর্থিক প্রতিষ্ঠান। মেলায় অংশগ্রহণকারী আবাসন খাতের সাথে সম্পৃক্তরা জানান, ব্যাংক ঋণের সুদের হার স্থির না হলে এ শিল্পের বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এ ছাড়া মেলার মাধ্যমে ক্রেতাদের চাহিদা অনুসারে তিন বছরের মধ্যে ফ্ল্যাট নির্মাণ ও ক্রেতাদের মধ্যে সেতু বন্ধনের সুযোগ সৃষ্টি হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।