চট্টগ্রামে পানি সংকট কাটাতে চুক্তি সই

চট্টগ্রামের পানি সংকট কাটাতে এবার সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প পর্ব ২-এর কাজ শুরু করবে ওয়াসা। জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা) ও বাংলাদেশ সরকার এ প্রকল্পে অর্থায়ন করবে।
আজ সোমবার সকালে চট্টগ্রাম রেডিসন ব্লুতে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠানের এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফয়জুল্লাহ এবং জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান কোবুতা কনস্ট্রাকশন করপোরেশন ও দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোলন গ্লোবাল করপোরেশন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফয়জুল্লাহ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, জাপানের প্রতিষ্ঠানের প্রতিনিধি স্টিভেন মাসলার, কোবুতার ভাইস চেয়ারম্যান সাসুকি সুকেহিতু বক্তব্য দেন।
চুক্তি অনুযায়ী চট্টগ্রামে পানি সংকট কাটাতে নগরীতে ৬০০ কিলোমিটার নতুন পাইপ লাইন তৈরি করা হবে। এ ছাড়া কনভেন্স ও ট্রান্সমিশন পাইপলাইন তৈরি, পানি শোধনাগার ও জলাধার সম্প্রসারণ। এ প্রকল্পে জাইকা ৩৮ হাজার ৫৩০ মিলিয়ন, বাংলাদেশ সরকার আট হাজার ৪৪০ মিলিয়ন ও চট্টগ্রাম ওয়াসা ২৩০ মিলিয়ন টাকা বিনিয়োগ করবে।