স্পিডব্রেকারে উল্টে গেল বাস, নিহত এক

মংলায় স্পিডব্রেকার অতিক্রম করার সময় বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ বুধবার সকাল ৮টার দিকে মংলা-খুলনা মহাসড়কের পাওয়ার হাউসসংলগ্ন মেঘনা সিমেন্ট মিলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মংলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইমন জানান, আজ সকাল ৮টার দিকে মংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস খুলনার সোনাডাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি মংলা-খুলনা মহাসড়কের পাওয়ার হাউসসংলগ্ন মেঘনা সিমেন্ট মিলস এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার স্পিডব্রেকার অতিক্রমকালে উল্টে যায়। এ সময় বাস থেকে নামতে গিয়ে এক যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্পিডব্রেকারটি বেশ উঁচু ছিল। এ ছাড়া এর ওপর কোনো চিহ্ন ছিল না। ফলে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দূর থেকে স্পিডব্রেকারটি দেখাও যাচ্ছিল না। গতি না কমানোয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে বলে জানান এএসআই সাইমন।
এএসআই আরো জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত মংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে।