কাগজের বাক্সে মিলল নবজাতকের লাশ
সিরাজগঞ্জে একটি পরিত্যক্ত কাগজের বাক্সের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে লাশসহ বাক্সটি উদ্ধার করে পুলিশ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গত রাতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি কাগজের কার্টন বা বাক্স পড়ে ছিল। কৌতূহলী হয়ে কেউ একজন সেটি খুলে ভেতরে নবজাতক শিশুর লাশ দেখতে যায়। পরে দ্রুত পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে।
আজ বুধবার সকাল পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে লাশটি আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। এ ছাড়া এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে বলে জানান তিনি।