সুতার বদলে সিগারেট, কনটেইনার জব্দ

গার্মেন্টেসের সুতার কথা বলে সিগারেট আমদানি করায় চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে পরীক্ষা শেষে কন্টেইনার ভর্তি ৭ কোটি ২৫ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়।
শুল্ক বিভাগ জানায়,গার্মেন্টস পণ্য আমদানির ঘোষনা দিয়ে সাভার জেনেটিক ফ্যামন নামের একটি প্রতিষ্টান সাকি শিপিং লাইনের মাধ্যমে সিগারেট ভর্তি চালানটি আমদানি করে। কন্টেইনারটি দুবাই পোর্ট হয়ে মালেশিয়ার কেলাং থেক চট্টগ্রাম বন্দরে আসে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাভারের জেনেটিক ফ্যাশন মিথ্যা ঘোষণা দিয়ে ২০ ফিট কন্টেইনার ভর্তি ৫৭ লাখ ৬০ হাজার কার্টুন সিগারেট আমদানি করেছে। যার মূল্য প্রায় ৭ কোটি ২৫ লাখ টাকা। বণ্ড সুবিধার আওতায় গামেন্টসের জন্য সুতা আমদানির কথা ছিল জব্দকৃত এই কনটেইনারে।