চাঁপাইনবাবগঞ্জে এমপি রাব্বানীর পক্ষে-বিপক্ষে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য ও পল্লী বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানীকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগে কোন্দল চরম আকার ধারণ করেছে।
আজ বৃহস্পতিবার একপক্ষ বহিষ্কারের সুপারিশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে। অন্যপক্ষ সুপারিশ কার্যকরের দাবিতে একই কর্মসূচি পালন করেছে।
সকালে গোলাম রাব্বানীর অনুসারীরা শিবগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসুচি পালন করে। এতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিপুল নেতাকর্মী অংশ নেয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন।
সমাবেশে নেতারা গোলাম রাব্বানীসহ শিবগঞ্জ আওয়ামী লীগের তিন নেতাকে স্থায়ী বহিষ্কার করতে জেলা আওয়ামী লীগের করা সুপারিশকে অগঠনতান্ত্রিক উল্লেখ করেন। অবিলম্বে তাঁরা এ সুপারিশ বাতিলের দাবি জানান।
এদিকে গোলাম রাব্বানীসহ তিন নেতার বহিষ্কারের সুপারিশ কার্যকরের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে পাল্টা মানববন্ধন ও সমাবেশ করেছে আওয়ামী লীগের অপর অংশ। এ সমাবেশে বহিষ্কারের দাবি জানিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামিল উদ্দীন শিমুল।
শিবগঞ্জ পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে গোলাম রাব্বানীসহ তিন নেতাকে বহিষ্কারের সুপারিশ করে জেলা আওয়ামী লীগ।