মাশরাফিদের শুভকামনায় সুনামগঞ্জে শোভাযাত্রা
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ। আর তাই ‘বাংলাদেশ গর্জে ওঠো’ স্লোগান নিয়ে মাশরাফি বাহিনীর প্রতি শুভকামনা জানিয়ে সুনামগঞ্জ শহরে শোভাযাত্রা করা হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা নেচে-গেয়ে বর্ণাঢ্য এই শোভাযাত্রা করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনও অংশ নেন।
আজ বুধবার বেলা ১১টায় শহরের পৌর বিপণি চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেওয়া সবার মুখে ছিল ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর বিপণিতে এসে শেষ হয়।
এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভকামনা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রদীপ পাল নিতাই, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, ক্রীড়া সংগঠক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, আয়োজকদের পক্ষ থেকে দেওয়ান গিয়াস চৌধুরী, রাজু আহমদ ও সামির পল্লব, শিক্ষার্থী ফারজিয়া হক ফারিন, রাকিবা ইসলাম ঐশী। এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার প্রদীপ পাল, অমিত বর্মণ, সনি চন্দ, মেহেদী হাসান, সালেহ আহমদ, সংস্কৃতিকর্মী তাজকিরা হক তাজিন, নাযরাতা নাঈম সালওয়া প্রমুখ।
বক্তারা বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, বাংলাদেশ দল অবশ্যই ভালো খেলবে। আমরা সব সময়ই বাংলাদেশ দলের সাথে থাকব এবং বাংলাদেশ দল ভালো খেলে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।