চট্টগ্রামে সশস্ত্র ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

চট্টগ্রামের একটি বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
চট্টগ্রামে চান্দগাঁও থানা এলাকার একটি বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওই পাঁচজন হলেন রিংকু, সাদ্দাম, রায়হান, জিসান ও মামুন। তাঁদের কাছ থেকে তিনটি অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
নগরীর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, গত ২৬ ফেব্রুয়ারি বাহির সিগন্যাল বেপারীপাড়ায় জাহাঙ্গীর আলমের বাসায় সশস্ত্র ডাকাতি হয়। ডাকাতরা হানা দিয়ে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।