বাগমারায় জেএমবি সন্দেহে আটক তিনজন

ছবি : এনটিভি
রাজশাহীর বাগমারা উপজেলা থেকে নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
আজ রোববার ভোর সোয়া ৫টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল উপজেলার সগুনা পূর্বপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করে। তাঁরা হলেন আমিনুর রহমান (২৮), আবু সাঈদ মানিক (২৭) ও পি এম শাহেন শাহ তানিন (৫২)।
সকালে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনজনের কাছ থেকে সাতটি পেট্রলবোমা ও ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, আগামী ৭ মার্চ ঐতিহাসিক দিনকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বাগমারার সগুনা পূর্বপাড়া এলাকায় গোপন বৈঠক করছিল আটক জেএমবি সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বৈঠকের খবর জানতে পেরে ভোরে র্যাব সেখানে অভিযান চালায়।