চট্টগ্রামে বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা

চট্টগ্রামে বাসায় ঢুকে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে নগরীর বায়েজিদ থানা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম পারভীন আক্তার। তিনি বায়েজিদ থানার পাহাড়িকা আবাসিক এলাকার একটি বাড়িতে থাকতেন। তাঁর স্বামী নূরুল আমিন দুবাইপ্রবাসী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একমাত্র ছেলে জায়েদকে নিয়ে নিজেদের ছয়তলা বাড়ির তৃতীয় তলায় থাকতেন পারভীন। শনিবার রাতে আত্মীয় পরিচয়ে তিন যুবক বাসায় তাঁর বাসায় ঢোকে। তারা ছেলে জায়েদকে একটি কক্ষে আটকে রেখে পারভীন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন পারভীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, এ ঘটনায় জায়েদের গৃহশিক্ষকসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।