খুনির সঙ্গে কোনো সংলাপ নয় : মতিয়া চৌধুরী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/03/19/photo-1426704017.jpg)
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়া ৭৪ দিনে হরতাল-অবরোধের নামে ১২২ জন মানুষকে হত্যা করেছেন। তাঁর সম্পদের প্রতি মায়া থাকলেও মানুষের প্রতি মায়া নেই। তাঁর হাতে দেশ নিরাপদ নয়। তাই খুনির সঙ্গে কোনো সংলাপ নেই।
বুধবার জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে সারের দাবি নিয়ে আসা কৃষকের বুকে গুলি করে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। এখন সারের পেছনে কৃষককে দৌড়াতে হয় না, সারই কৃষকের পেছনে দৌড়ায়।
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ মোতাহের হোসেন মোল্লার সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ খালেদা জিয়ার উদ্দেশে বলেন, হত্যাকাণ্ড, সন্ত্রাস করে পার পাবেন না। আপনাকে এসব হত্যাকাণ্ডের দায় নিতে হবে।
সমাবেশে কৃষক লীগ নেতার মৃত্যু
সমাবেশে যোগ দিতে আসার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন কৃষক লীগ নেতা মো. জামাল উদ্দিন ইন্তেকাল করেন। জনসভায় এই নেতার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।