ককটেল রেখে ফাঁসানোর অভিযোগে ২ জন গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/08/photo-1457434107.jpg)
ব্রাহ্মণবাড়িয়া শহরের নয়নপুর এলাকার একটি ওষুধের দোকানে ককটেল রেখে এর মালিককে ফাঁসানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যায় শহরের কাউতলী এলাকা থেকে ভাদুঘর গ্রামের হেকিম মিয়ার স্ত্রী ঝরনা বেগম ও টিএ রোড থেকে কাজীপাড়ার জাবেদকে গ্রেপ্তার করে পুলিশ।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গত ২৯ ফেব্রুয়ারি রাতে শহরের নয়নপুর এলাকার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে একটি মিষ্টির প্যাকেটে রাখা নয়টি ককটেল উদ্ধার করে পুলিশ। এ সময় ফার্মেসির মালিক শওকত আলীকে আটক করা হয়। পুলিশের কাছে বিষয়টি রহস্যজনক মনে হলে তারা তদন্ত অব্যাহত রাখে।
এসআই রফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় ঝরনা ও জাবেদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁরা পুলিশের কাছে স্বীকার করেন, ফার্মেসির মালিক শওকত মিয়াকে ফাঁসানোর জন্যই দোকানে ককটেলগুলো রেখেছিলেন। ঝরনা ওষুধ কেনার নামে দোকানে ঢুকে দোকানিকে ব্যস্ত রাখে। ওই ফাঁকে জাবেদ দোকানে ঢুকে ককটেলভর্তি মিষ্টির প্যাকেট রেখে দেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
এসআই রফিকুল ইসলাম জানান, ঝরনা ও জাবেদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এর আগে আটক শওকত আলীকে ৫৪ ধারায় চালান করা হয়েছিল। ঝরনা ও জাবেদকে গ্রেপ্তারের পর শওকত আলী নির্দোষ প্রমাণিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের একটি হত্যা মামলার বাদী শওকত আলী। মামলার আসামিরাই তাঁকে ফাঁসানোর আয়োজন করে বলে অভিযোগ রয়েছে।