কাসেম আলীর রায় বহাল, চট্টগ্রামে মিষ্টিমুখ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ উচ্চ আদালতে বহাল থাকায় চট্টগ্রাম নগরে মিষ্টি খেয়ে আনন্দ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের কর্মীরা। ছবি : ফোকাস বাংলা
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ উচ্চ আদালতে বহাল থাকায় চট্টগ্রামে আনন্দ মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সংগঠন।
মঙ্গলবার সকালে রায় ঘোষণার পরই চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড প্রেসক্লাব থেকে একটি আনন্দ মিছিল বের করে। এটি নগরীর কয়েকটি সড়ক ঘুরে আন্দরকিল্লা গিয়ে শেষ হয়।
এর আগে প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তারা বলেন, মীর কাসেম আলীর রায় বহাল থাকায় চট্টগ্রামে তাঁর নির্দেশে নির্যাতনে পড়ে মরে ভেসে ওঠা মুক্তিযোদ্ধা জসিমসহ পাঁচ মুক্তিকামীর আত্মা শান্তি পাবে।
এ ছাড়া চেরাগীপাড়া এলাকায় মিষ্টি বিতরণ করেছে গণজাগরণ মঞ্চ। পরে সমাবেশে বক্তব্য দেন নারীনেত্রী নূরজাহান খান, সুনীল ধর ও শরীফ চৌহান।