টি-টোয়েন্টি খেলা দেখার সময় ককটেল হামলা, আহত ৩
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/09/photo-1457544252.jpg)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামের বাড়িতে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দেখার সময় ককটেল হামলা হয়েছে। এতে স্প্লিন্টারবিদ্ধ হয়ে তিন যুবক গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিলকেন্দুয়াই গ্রামের হাজিবাড়ির মোখলেছ মিয়ার বসতঘরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের ব্যান্ডেজ ও ব্যথার ইনজেকশন দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়।
আহত ব্যক্তিরা হলেন বিলকেন্দুয়াই গ্রামের হাজিবাড়ির মোখলেছ মিয়ার ছেলে আবদুর রহমান, নুরুল ইসলামের ছেলে আলিম ও আকরাম আলীর ছেলে নিয়ামুল ইসলাম।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে আহতদের স্বজনরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত শনিবার বিলকেন্দুয়াই গ্রামের একরামুদ্দি হাজিবাড়ি ও খাঁ বাড়ির লোকদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে খাঁ বাড়ির লোকজন রাতে একরামুদ্দি হাজিবাড়ির মোখলেছ মিয়ার ঘরে বসে টেলিভিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখার সময় তিন যুবককে লক্ষ্য করে জানালা দিয়ে ককটেল ছোড়ে। এতে ঘটনাস্থলেই ককটেল বিস্ফোরিত হয়ে তিনজন মারাত্মক আহত হন।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মুশফিকুর রহমান জানান, তিনজনেরই মুখমণ্ডল, দুই হাত, দুই পা স্প্লিন্টারবিদ্ধ হয়ে ক্ষত-বিক্ষত হয়েছে। এ ছাড়া তাদের শরীরের অন্য অংশেও স্প্লিন্টারের আঘাত লেগেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এ জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।