সাত খুন মামলার বাদীপক্ষকে জেরা পেছাল
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় বাদীপক্ষের জেরা পিছিয়ে ১৪ মার্চ ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার মামলার বাদী সেলিনা ইসলাম বিউটিকে জেরার কথা ছিল আসামিপক্ষের আইনজীবীদের।
এ উপলক্ষে সাত খুন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নূর হোসেনসহ ২৩ জনকে আদালতে হাজির করা হয়েছিল।
জেরার তারিখ পেছানো নিয়ে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘স্পর্শকাতর সাত খুন মামলার বিচারকাজ বিলম্বিত করার জন্য আসামিপক্ষের আইনজীবীরা কৌশল অবলম্বন করেছেন। মামলার অপর বাদী নিহত জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার পালের জেরার ক্ষেত্রেও একই কৌশল নিয়েছিল আসামিপক্ষ। শেষ পর্যন্ত তাঁকে জেরা করতে ব্যর্থ হয়েছেন প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ ও কমান্ডার এম এম রানার আইনজীবীরা। গত ৭ মার্চ ডা. বিজয় কুমার পালকে জেরার শেষ তারিখ ছিল।’
একই ধরনের বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ওয়াজেদ আলী খোকন। তিনি বলেন, ‘সুষ্ঠু বিচারকাজকে বাধাগ্রস্ত করতে আসামিপক্ষের আইনজীবীরা মিথ্যার আশ্রয় নিচ্ছেন।’
সার্টিফিকেট কপি হাতে পাননি—আসামিপক্ষের আইনজীবী গোলাম কিবরিয়ার এমন আবেদনের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন শেষবারের মতো জেরার তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ৩ মার্চ জেরার তারিখ ছিল।