আবু ইউসুফ ছিলেন আ. লীগের দুঃসময়ের কাণ্ডারি

‘বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসময়ে দেশ-বিদেশে যে কয়েকজন ব্যক্তি দল ও নেত্রীর সাহায্যে এগিয়ে এসেছেন তাঁদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবু ইউসুফ আলম ছিলেন অন্যতম।’
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর ধলইতে ড. আবু ইউসুফ আলম চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। হাটহাজারীর ধলই-গুমানমর্দন সড়কের মাথায় এ চত্বরের উদ্বোধন করা হয়।
চত্বরের উদ্যোক্তা আরিচ আহমেদ শাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।
যেসব ব্যক্তি দলের দুঃসময়ে হাল ধরেন তারাই প্রকৃত বঙ্গবন্ধু-প্রেমিক ও সাহসী নেতা উল্লেখ করে সিটি মেয়র বলেন, ড. আবু ইউসুফ দুঃসময়ে দল ও নেত্রীর পাশে থেকে অগ্রণী ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন হৃদয়ে লালন ও ধারণ করতেন। সারাজীবন সাদামাটা ও সৎ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত নীতি ও আদর্শ নিয়ে বেঁচে ছিলেন। এ ধরনের ব্যক্তিত্বসম্পন্ন, আত্মবিশ্বাসী মানুষের সংখ্যা সমাজে বিরল।
ড. আবু ইউসুফের অকাল মৃত্যুতে দেশের শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন আ জ ম নাছির উদ্দীন। তিনি ড. আবু ইউসুফের মৃত্যুর পর তাঁর গ্রামের বাড়িতে প্রথম স্মারকস্তম্ভ উম্মোচন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, আবু ইউসুফের বাবা আহমেদ জাহের পেসকারও বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের অনুসারী ছিলেন। তাঁর বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র আবুল কাসেম ভাষা আন্দোলন পরবর্তী সময়ে অনন্য ভূমিকা রেখেছেন। পাকিস্তান সরকার ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁকে হত্যা করে। তাঁর হাত ধরে ড. আবু ইউসুফ স্বাধীনতা আন্দোলন, শিক্ষা সংস্কার, শিক্ষার উন্নয়নে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে অনন্য ভূমিকা রেখেছেন।
এর আগে ড. আবু ইউসুফ চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে ড. আবু ইউসুফ আলমের আত্মার শান্তি ও দেশের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. ইউসুফ, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহনেওয়াজ চৌধুরী, পেট্রোবাংলার সাবেক ব্যবস্থাপক অ্যাডভোকেট আমান উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাদেক হোসেন চৌধুরী পা্প্পু, ছাত্রনেতা ইয়াসির আরাফাত, উপজেলা যুবলীগ নেতা মো. সেকান্দর, মহানগর ছাত্রলীগ নেতা তফাজ্জল হোসেন জিকু প্রমুখ।