এতিম শিশুকে পেটানোর অভিযোগে পৌর কাউন্সিলর কারাগারে
জামালপুরে এতিম শিশুকে পেটানোর অভিযোগে জামাল পাশা নামের এক পৌর কাউন্সিলরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর বিচারিক হাকিম আদালতের বিচারক এ কে এম মাইনুদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন।
এর আগে জামাল পাশাকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে জামাল পাশা জামিনের আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জামালপুর সরকারি শিশু পরিবারের(এতিমখানার) অষ্টম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান শ্রাবণ। গত বুধবার বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক খেলাধুলা চলাকালে কাউন্সিলর জামাল পাশার ভাতিজা শাহীনের সঙ্গে শ্রাবণের তর্কাতর্কি হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় জামাল পাশা শ্রাবণকে বেধড়ক পিটিয়ে আহত করেন।
গুরুতর আহত শ্রাবণকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার সহপাঠীরা। এই ঘটনায় শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক জসিম উদ্দিন বাদী হয়ে জামালপুর থানায় শিশু আইনে মামলা করেন। এরপর পুলিশ রাতেই জামালকে গ্রেপ্তার করে।