চট্টগ্রামে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু

চট্টগ্রামের বক্সিরহাট এলাকায় বুলবুলি (১২) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে
নগরীর আন্দরকিল্লা এলাকার ওয়ার্ড কাউন্সিলর জওহর লাল হাজারী জানান, বক্সিরহাটের সুবিমল কান্তি দাশের বাসায় ছয়-সাত বছর ধরে কাজ করত বুলবুলি।
এ ব্যাপারে সুবিমল কান্তি দাশ জানান, গতকাল রাতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফেরেন। সঙ্গে থাকা বুলবুলি ফেরেনি। কিন্তু বিষয়টি তিনি পরে টের পান। বাসায় ঢোকার পর কিছুক্ষণ পরই বাইরে হৈচৈ শোনেন। বেরিয়ে এসে বুলবুলিকে পড়ে থাকতে দেখেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পার্শ্ববর্তী নির্মাণাধীন পাঁচতলা ভবনের ওপর থেকে নিচে পড়ে যায় বুলবুলি। মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় বুলবুলি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।