আশুগঞ্জে আ. লীগের ‘বিদ্রোহী প্রার্থীর’ বাড়িতে ককটেল বিস্ফোরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/12/photo-1457803925.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ কামরুল হাসান মোবারকের বাড়ির গেইটে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
গতকাল শুক্রবার রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দুবৃর্ত্তরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান মোবারকের বড়ভাবি নাজমা বেগম (৪৮) বলেন, ‘মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।’
কামরুল হাসান মোবারক বলেন, ‘আমি তখন নির্বাচনী কাজে বাড়ির বাইরে ছিলাম। বাড়ি থেকে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে বিষয়টি আমি পুলিশকে জানাই।’
পুলিশ আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। এ ছাড়া বিষয়টি আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান কামরুল। তিনি আরো বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, কামরুল হাসান মোবারকের বাড়ির গেইটে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।