ফার্নিচারের রং দিয়ে আইসক্রিম, কারখানা বন্ধ

ফার্নিচারের বিভিন্ন রং দিয়ে আইসক্রিম তৈরির দায়ে চট্টগ্রামের কোহিনুর আইসবার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে আইসক্রিম তৈরির দুটি প্রতিষ্ঠান।
আজ রোববার দুপুরে নগরীর চান্দগাঁও নূরনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আভিযান চলাকালে কোহিনুর আইসবার কারখানায় দেখা যায় কারখানার শ্রমিকরা ক্ষতিক্ষর ফার্নিচার তৈরির বিভিন্ন রং দিয়ে আইসক্রিম তৈরি করছেন। আইসক্রিম তৈরিতে চিনির বিকল্প হিসেব ব্যবহার করছেন ক্ষতিকর ঘনচিনি।
কোহিনুর আইসবার কারখানার শ্রমিকরা জানান, সিটি করপোরেশন থেকে বরফ তৈরির লাইসেন্স নিয়ে এ প্রতিষ্ঠান আইসক্রিম তৈরি করছে। আইসক্রিম তৈরির জন্য বিএসটিআই লাইসেন্স দেয় না বলে অভিযোগ করেন কারখানা কর্তৃপক্ষ।
তবে বরফ তৈরির জন্য মৎস্য অধিদপ্তরের অনুমতির কথা জানতেন না বলে জানানো হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত দুই হাজার পিস ক্ষতিকর রং ও ক্যামিকেল মেশানো আইসক্রিম নালায় ফেলে নষ্ট করেন।
অনিয়মের দায়ে কোহিনুর আইসবার ছাড়াও লাকি আইসবার নামের আরেকটি প্রতিষ্ঠান বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।