বিশ্বে নিরাপদ নৌ চলাচলের প্রস্তাব

বিশ্বে নিরাপদ নৌ চলাচল ও ‘হাইড্রোগ্রাফিক চার্ট’ তৈরির প্রস্তাবের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে তিনদিনব্যাপী নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ১৬তম আন্তর্জাতিক সম্মেলন।
আজ বুধবার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এ সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন।
রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এখন পুরো বিশ্ব সমুদ্রসম্পদ আহরণের দিকে এগিয়ে যাচ্ছে। সমুদ্রসম্পদ আহরণ এবং সমুদ্রপথকে ব্যবহার করে পণ্য এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে।’
মকবুল হোসেন আরো বলেন, ‘বিগত বছরগুলোতে সুনামি হয়েছে, ভূমিকম্প হয়েছে। এর কারণে বিভিন্ন দেশে হাইড্রোগ্রাফিক চিত্র বদলে যায়। এ কারণে সার্ভে করতে হয়। না হলে নিরাপত্তা থাকে না। হাইড্রোগ্রাফিক বিষয়ে যে আন্তর্জাতিক সংস্থা আছে তারই আঞ্চলিক সংস্থা নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন। প্রতিটি অঞ্চলের কমিশনের দায়িত্ব আছে সার্ভে করে। ব্লু ইকোনমির কথা ভাবলে এসব তথ্য ছাড়া আমরা এগোতে পারব না।’
তিনদিনের এ সম্মেলনে কার্যবিবরণী ও প্রস্তাবনা অনুমোদন করা হয়। ২০১৭ সালে মিসর ও পরের বছর ভারতে এ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সম্মেলনে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের নয়টি সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভারত, মিসর, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও যুক্তরাজ্য এবং পাঁচটি সহযোগী রাষ্ট্র ও দুটি পর্যবেক্ষক দেশ রাশিয়া ও সুদানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।