আজ থেকে কুতুবদিয়ায় বিমান বাহিনীর মহড়া

আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান। ছবি : বিমান বাহিনী
শুরু হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানের মহড়া। আজ সোমবার থেকে চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে এই মহড়া অনুষ্ঠিত হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত ছুটির দিনসহ প্রতিদিন এই মহড়া চলবে। মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে আকাশ থেকে আকাশে তাজা গোলা বর্ষণ অনুশীলন করবে।
জনসাধারণের নিরাপত্তার খাতিরে এই সময়ের মধ্যে সব ধরনের বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলা বর্ষণ এলাকা পরিহার করে চলতে অনুরোধ করেছে আইএসপিআর।