মহেশখালীতে বজ্রপাতে তিন লবণ চাষি নিহত

প্রতীকী ছবি
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বজ্রপাতে তিন লবণচাষি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার মাতারবাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন হাবিবুল্লাহ (৪০) ও কপিলউদ্দিন (৩২)। তবে নিহত অন্য জনের নাম-ঠিকানা জানা যায়নি।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরামুল হক রুহুল জানান, আজ সকালে ওই তিন ব্যক্তি বাড়ির পাশে লবণের মাঠে কাজ করছিলেন। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।