মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মাদক সেবনে বাধা দেয়ায় এক যুবককে পিটিয়ে খুন করেছে মাদকসেবীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাইছড়ি জোড় আমতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল (২৫) ওই এলাকার নুরুল আকতারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন মাকদসেবী জোড় আমতল এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় রুবেল তাদের বাধা দেন।
এ নিয়ে রুবেলের সঙ্গে মাদকসেবীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাদকসেবীরা তাঁকে বেধড়ক পিঠিয়ে আহত করে। পরে হাসাপাতালে নেওয়ার পথে রুবেল মারা যান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, রুবেলকে পিটিয়ে মারা হয়েছে। পরিবার থেকে মামলা দায়ের করা হলে ব্যবস্থা নেওয়া হবে।