পাবনায় মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারকে সংবর্ধনা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনায় মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে পাবনা জেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এ কে এম বেনজামিন রিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আবদুর রফিক, পাবনা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ডেপুটি কমান্ডার মো. আবদুল বাতেন, সহকারী কমান্ডার অ্যাডভোকেট আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন, পাবনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রাকাবের ডিএমডি আবদুল খালেক খান প্রমুখ।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, উপঢৌকন এবং উন্নত খাবার প্রদান করা হয়। এ সময় ২৫ বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।