স্বাধীনতা দিবসে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীন মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট তুলে দেন। ছবি : এনটিভি
চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রুহুল আমীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার কে এম হাফিজ আখতার, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোজাফ্ফর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা ও মহানগরের ১২৮ জন মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট তুলে দেন।