পিএসসি পরীক্ষা চলবে : মন্ত্রী

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, এই পরীক্ষা চলবে।
আজ শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রী। এ সময় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন পিএসসি পরীক্ষা শিশুদের জন্য চাপ হচ্ছে। কিন্তু আমরা তা মনে করছি না। বরং বাচ্চারা এর মাধ্যমে একটা অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে।’
এর আগে শিবচরের ঐতিহ্যবাহী হাতিরবাগান মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্যারেড ও কুচকাওয়াজে অংশ নেন মন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি শহীদদের কবর জিয়ারত করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও ৭১ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন।