ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/27/photo-1459098048.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার দাতিয়ারার কুরুলিয়া খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন শুভ শহরের দাতিয়ারা এলাকার আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে পড়ত।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুভ কুরুলিয়া খালপাড় এলাকায় আড্ডা দিচ্ছিল। এ সময় তিন দুর্বৃত্ত তার বুকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে তার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরে শুভর চিৎকারে তার ছোট ভাই শান্ত ও বাবা দৌড়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুভর ছোট ভাই শান্ত জানায়, তিন যুবক অন্ধকারে তার ভাইয়ের বুকে তিনটি ছুরিকাঘাত করে। এতে তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়।
এদিকে শুভর মৃত্যুর খবরে তার বন্ধুরা হাসপাতাল এলাকায় বিক্ষোভ করে। এ সময় তারা দুটি অটোরিকশা ভাঙচুর করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার শহর উপপরিদর্শক (টিএসআই) নাজমুল আলম জানান, স্কুলছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।