সীতাকুণ্ডে শ্রমিক বিক্ষোভে আনসারের গুলি, আহত ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সহকর্মীদের বিক্ষোভে গুলি চালিয়েছেন আনসার সদস্যরা। এতে আট শ্রমিক আহত হয়েছেন।
আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে এ ঘটনা ঘটে।
গুলিবর্ষণের প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় একটি স্টিল মিলের শ্রমিক ও এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে উপজেলার শীতলপুর কবির স্টিল মিলের শ্রমিক সুমন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মিলের একটি গাড়ির নিচে চাপা পড়ে মারা যান তিনি। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
নিহত সুমনের আত্মীয় শাহানাজ আকতার সাংবাদিকদের জানান, সুমনকে কবির স্টিল মিলের লোহার গাড়িটি ইচ্ছে করে চাপা দিয়েছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। সুমনের সহকর্মীরা তাঁর লাশ ফেরত দেওয়ার দাবি জানিয়ে মিছিল করতে থাকেন। এ সময় মিছিলের ওপর গুলিবর্ষণ করেন কবির স্টিল মিলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর সদস্যরা।
এ সময় অন্তত আট শ্রমিক আহত হন। গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন স্টিল মিলটির বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়রা। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, কবির স্টিল লিমিটেডের লরির চাপায় এক কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন বিক্ষোভ করে। এ সময় কারখানার আনসার বাহিনীর সদস্যদের গুলিতে পাঁচজন আহত হয়েছে। তবে বেলা দেড়টায় পরিস্থিতি শান্ত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহির আহমদ জানান, আনসার সদস্যদের গুলিতে আহত ওসমান ও নূর নবী নামে দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া গুলিবিদ্ধ মুন্না, দেলোয়ার, শাহনাজ আকতারসহ পাঁচ শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।