ধানের শীষের প্রচার করতে দেওয়া হচ্ছে না

চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রচার করতে দিচ্ছেন না বলে অভিযোগ করেছে বিএনপি। এ সময় দলটির পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচন নিজেদের অনুকূলে নিতে ক্ষমতাসীন দল মরিয়া হয়ে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে।
এ সময় তিন উপজেলায় ইউনিয়নগুলোতে ক্ষমতাসীন দলের হামলা, বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি ও নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনে লিখিত বক্তব্য তুলে ধরেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী।
সংবাদ সম্মেলনে উত্তর জেলার বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্য সচিবসহ ২০ চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আসলাম চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে পরাজিত হবেন। এ শঙ্কা থেকেই বিএনপির প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না।
দলের নেতাকর্মীদের নির্যাতন, পুলিশ ও র্যাবের হয়রানি, নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটসহ নানা অভিযোগ তুলে আসলাম চৌধুরী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।