বিদ্যুতের তারে জড়িয়ে তরুণের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/29/photo-1459232113.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক তরুণ। আজ মঙ্গলবার সকালে উপজেলার তারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে বিদ্যুতের খুঁটিতে পড়ে যাওয়া গাছের ডাল পরিষ্কার করছিলেন গ্রামের জারু মিয়ার ছেলে হৃদয় (১৯)। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় হৃদয়ের শরীর। গুরুতর আহত হৃদয়কে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি শুনেছেন। তবে এ মৃত্যু নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। যদি নিহতের পরিবার অভিযোগ করে, তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
অবশ্য হৃদয়ের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না করে তাঁর দাফনের প্রস্তুতি নিচ্ছেন পরিবারের সদস্যরা।